লেখালেখির পাঁচ-দশ বছরে প্রথম কেউ প্রকাশ্যে
যেদিন রাহেবুলের লেখা নিয়ে [মূলত
'মদীয়
ফ্যান্টাসি
' কাব্যের 'তাড়ুয়া' লেখাটি প্রসঙ্গে, যদিও তখনও বই হওয়া বাকি ছিল]
সংক্ষিপ্ত হলেও দু কথা বলেছিল... বলেছিল ধী।

'তাড়ুয়া', পরবর্তীতে 'মদীয় ফ্যান্টাসি' কাব্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা



♣ রঁদেভু
: ৬
 ♣



📜



কবি রাহেবুল এবং তার "নিজস্ব-ঈ"



📄



কবি রাহেবুল, তিনি
ঠিক সমান্তরালে চলেন না। আবার দলছুট এর সাথে ও তাঁর আড়ি নেই। এক অদ্ভুত সুন্দর
খেলায় মেতে ওঠেন স্ব-শব্দে। ঠিক ধরা কিংবা ছোঁয়ার বাইরে কিংবা ভেতরের দ্বন্দে না
গিয়েও মরমীয়া পাঠক ঠিক খুঁজে নিতে পারেন তাঁর শাব্দিক মায়াজাল। আসলে কবি রাহেবুল
ঠিক এখানেই আলাদা
, অন্য-রকম।



"তাড়ুয়া" তে তেমনি এক
"নিজস্বী" তে মাতিয়ে রাখেন আমাদের। আমরাও তাঁর শব্দের সঙ্গী হয়ে উঠি।
হয়ে উঠতে চাই।



✍



@ ধী: ১২-০২-২০১৯



(রাহেবুলের 'তাড়ুয়া'
কবিতার পাঠ-প্রতিক্রিয়া/আলোচনা। আলোচক: ধী)